চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আধা কিলোমিটার দূরে একটি কেমিকেল কারখানায় আগুন লেগেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ আগুন লাগে। ভবনটিতে যখন আগুন জ্বলে তখন পাশের স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ চলছে। স্টেডিয়ামের মাঠ থেকে দেখা যায় আগুনের কুণ্ডলী।  
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ থেকে দেখা যায় আগুনের কুণ্ডলী

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে এখনও।  প্রথমে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় কারখানার ভবন থেকে। পরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিসের একজন কর্মী জানিয়েছেন, ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। 
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি কাজ করছে। আতঙ্ক চারপাশের বাসিন্দারা ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে চলে গেছেন। ওই এলাকাটিতে আরও কিছু কারখানা আছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানাটিতে লোকজন কম ছিল। 

আগুনের পর কারখানা থেকে বেরিয়ে আসা একজন নারী কর্মী জানিয়েছেন, শুক্রবার সকালে কিছু কর্মী কারখানাটিতে কাজ করছিলেন। সেখানে লুব অয়েল ব্যবহার করা হয়। কোনো একজন কর্মীর হাত থেকে লুব অয়েল ছিটকে পড়ে এ আগুন লাগে। এরপর সবাই সেখান থেকে সরে যায়।