ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের দুই তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী। শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীর নাম হোসাইন আহমেদ। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হোসাইন আহমেদ সমকালকে বলেন, ‘হলের ২০২ নং কক্ষে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচন্ড চেঁচামেচি শুনে উঠে যায়। এরপর রুমের দেয়াল, টেবিল নড়তে থাকলে আমি আতঙ্কিত হয়ে পড়ি। এমনিতেই আলাওল হল ঝুঁকিপূর্ণ। পরে ভূমিকম্পের মাত্রা বেশি অনূভুত হওয়ায় আমি হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিই।’

তিনি আরও বলেন, ‘কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে রুমে চলে আসি। এখনো কোমরে প্রচণ্ড ব্যাথা অনুভূত হচ্ছে।এক্সরে করে দেখতে হবে হাড় ভেঙে গেছে কি না।’

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব সমকালকে বলেন, ‘কোমরে ব্যাথা পেয়ে এক শিক্ষার্থী এসেছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পাশাপাশি এক্সরে করে দেখতে বলা হয়েছে।’

শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে চট্টগ্রামসহ সারাদেশে প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।