- সারাদেশ
- নাসিরনগরে পল্লীবিদ্যুতের খুঁটির সঙ্গে বাধা যুবকের মরদেহ উদ্ধার
নাসিরনগরে পল্লীবিদ্যুতের খুঁটির সঙ্গে বাধা যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে বাধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার সমকালকে জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে ধানক্ষেতে পল্লীবিদ্যুতের খুঁটির সঙ্গে বাধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে পরনে শার্ট ও লুঙ্গি ছিল।
ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, ‘শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয়রা ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যার মূল রহস্য উদঘাটন করা হবে।’
মন্তব্য করুন