- সারাদেশ
- আগুন নিভিয়ে ফেরার পথে হার্ট অ্যাটাকে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
আগুন নিভিয়ে ফেরার পথে হার্ট অ্যাটাকে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

চট্টগ্রামে কেমিক্যাল কারখানার আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা, ছবি: সমকাল
চট্টগ্রামে কেমিক্যাল কারখানার আগুন নিভিয়ে ফেরার পথে হার্ট অ্যাটাক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর সাগরিকা বিসিক এলাকায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে আগুন লাগে। সেই আগুন নিভিয়ে ফেরার পথেই এ ঘটনা ঘটে।
তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সাভিস। যদিও প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানাটিতে যখন আগুন লাগে তখন জহুর আহমদ স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টেস্ট খেলা চলছিল।
নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. মিলন (৩৭)। আগুন নিভিয়ে ফেরার পথে গাড়িতে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সমকালকে বলেন, আগে থেকেই হার্টের রোগী ছিলেন মিলন। সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনিও টিমের সঙ্গে যান। তবে তাকে আগুন নেভানোর কাজে লাগানো হয়নি। আগুন নেভানোর কাজে যাওয়া গাড়িগুলোর তদারকিতে ছিলেন। এরপর ফেরার পথে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।
ফারুক হোসেন বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর ১২ ঘণ্টা আগেই হার্ট অ্যাটাক করেছিলেন মিলন। কিন্তু বুঝতে পারেননি। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে তাকে।
মন্তব্য করুন