- সারাদেশ
- বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের লাঠি মিছিল
বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের লাঠি মিছিল

বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও আধুনিকায়নের দাবিতে শুক্রবার লাঠি মিছিল করেছেন শ্রমিকরা। ছবি: সমকাল
খালিশপুর ও দৌলতপুর জুট মিলসহ পাঁচটি পাটকলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও আধুনিকায়নের দাবিতে শুক্রবার লাঠি মিছিল করেছেন শ্রমিকরা।
দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে শুরু হওয়া মিছিলটি পিপলস গোল চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পাট ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিজেএমসির দুর্নীতিবাজ কর্মকর্তা ও কনসালট্যান্টদের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই ২৫টি পাটকল লোকসানের মুখে পড়ে। এর দায়ভার বর্তেছে সাধারণ শ্রমিকদের ওপর। একদিকে সরকার লোকসানের জন্য শ্রমিকদের দায়ী করছে অন্যদিকে পাটকল বন্ধের ১৭ মাস পূর্ণ হলেও শ্রমিকদের পাওনা সম্পূর্ণ অর্থ প্রদান করেনি।
তারা বলেন, পাটশিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত। সরকার দেশি-বিদেশি গোষ্ঠীর স্বার্থে পাটকল ও পাটশিল্পকে ধ্বংস করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুট করার ব্যবস্থা করেছে।
কারখানা কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, শ্রমিকনেতা নূর মোহাম্মদ, মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ।
মন্তব্য করুন