- সারাদেশ
- সড়ক নষ্টের প্রতিবাদ করায় ক্রিকেট ব্যাটের আঘাতে নিহত ১, গ্রেপ্তার ৩
সড়ক নষ্টের প্রতিবাদ করায় ক্রিকেট ব্যাটের আঘাতে নিহত ১, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি
চট্টগ্রামে বাকবিতণ্ডার জেরে ক্রিকেট ব্যাটের আঘাতে মো. এয়াকুব (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার খালাসীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এয়াকুব খালাসীপুকুর পাড় এলাকার বাসিন্দা। তিনি সদ্য সংস্কার করা সড়কে কাঠ বোঝাই ট্রাক ঢোকানোর প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. সানি, মো. নাবিল ও মো. আক্কাস। তারা সবাই এয়াকুবের প্রতিবেশী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, গ্রেপ্তার আসামিরা কাঠ ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে সদ্য সংস্কার করা সড়কে কাঠ বোঝাই ট্রাক ঢোকায় তারা। সড়ক নষ্ট হয়ে যাবে এ জন্য বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন মো. এয়াকুব। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিত-া হয়। এয়াকুব তাদের গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে এয়াকুবকে মারধর করেন তারা। তাদের একজন ক্রিকেট ব্যাট নিয়ে এয়াকুবকে বার বার আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহতবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেনম এ ঘটনায় এয়াকুবের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্তব্য করুন