বগুড়ার শিবগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর বাবা শিবগঞ্জ থানায় খায়রুল ইসলাম (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

পেশায় শ্রমিক খায়রুল শিবগঞ্জ পৌরসভার সুলতানপুর নয়াপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ওই স্কুলছাত্রীর জবানবন্দি গ্রহণ করেছে।

মামলার এজাহারে ওই ছাত্রীর বাবা অভিযোগ করেছেন, গত বুধবার সকালে স্কুলে বার্ষিক পরীক্ষা দিয়ে তার মেয়ে বাড়ি ফিরছিল। দুপুর ১২টার দিকে তার মেয়েকে পূর্ব পরিচিত খায়রুল শিবগঞ্জে থানার সামনে ভাড়া করা বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে খায়রুলের স্ত্রী-সন্তান কেউ ছিলেন না। ওই সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে তার মেয়েকে ধর্ষণ করেন খায়রুল। এতে তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। খায়রুল তার সহযোগীদের নিয়ে সন্ধ্যার দিকে তার মেয়েকে দহিলা ঈদ মাঠ এলাকায় রেখে পালিয়ে যান। পরে সে বাড়ি ফিরে পরিবারের লোকজনকে তাকে ধর্ষণের কথা জানায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মামলা করতে দেরি হওয়ায় আসামি পালিয়ে যেতে সুযোগ পেয়েছে। তবে আসামিকে গ্রেপ্তারে আমাদের টিম মাঠে রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ২২ ধারায় ওই স্কুলছাত্রীর জবানবন্দি নিয়েছি। শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।