জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হলে ‘পাপ হবে’ মন্তব্য করা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে দলটির জেলা কমিটি।

শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিয়ে খারাপ মন্তব্য করায় জেলা আওয়ামী লীগ জরুরি সভা আহ্বান করে। এতে সর্বসম্মতিক্রমে আব্বাস আলীর প্রাথমিক সদস্য পদসহ আওয়ামী লীগের সকল পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি অনিল দাস বলেন, কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে। জেলা আওয়ামী লীগের সুপারিশ পেলেই আব্বাস আলীকে স্থায়ী বহিষ্কার করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তার মতো 'অনুপ্রবেশকারীদের' চিহ্নিত করার কাজও শুরু হয়েছে।

এর আগে বুধবার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ওইদিন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী জানান, এক জরুরি বৈঠকে কাটাখালী পৌরসভার আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে।