- সারাদেশ
- মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৮
মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৮

ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল, মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ৯টি সিমকার্ডসহ ৫টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
ফরিদপুর র্যাব-৮ এর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলার ধুলদী বাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য মো. কাওসার মোল্লা (২৭) ও মো. ইয়াকুব মাতুব্বরকে (২৩) আটক করা হয়। আটক কাওসার মোল্লার বাড়ি রাজবাড়ী ও ইয়াকুব মাতুব্বরের বাড়ি ফরিদপুর সদরে।
তিনি জানান, আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানার ফুরসা গ্রাম এবং ভাংগা থানার পুকুরিয়া গ্রাম থেকে চোর চক্রের অন্য ৩ সদস্যকে আটক করা হয়। তারা হলেন- মো. ইমরান মাতুব্বর (২৫), মো. আব্দুল্লাহ (২০), মো. রাহাত মোল্লা।
আটক পাঁচজনের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন