ময়মনসিংহে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠছে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে নগরীর কাচারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গত মাসে গণঅধিকার পরিষদের দল ঘোষণা হওয়ার পর দেশের সব জেলায় আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই আনন্দ মিছিল করার জন্য শুক্রবার ময়মনসিংহে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একত্রিত হন। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিল বের হয়ে গাঙ্গিনাপাড়, নতুনবাজার হয়ে জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন কাচারিঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

গণঅধিকার পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম বলেন, আমাদের অপ্যায়ন পর্ব চলার সময় বিকেল ৪টার দিকে ছাত্রলীগের ৭-৮ জন কর্মী লাঠিসোঠা নিয়ে হামলা করেন। এ সময় আমিসহ অন্তত ১০ জন আহত হই।

আহতদের মধ্যে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আশরাফুল আলম, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে শাহিনসহ আরও কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের কাছে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, গণঅধিকার পরিষদের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করে যে যার মতো চলে যায়। যাওয়ার পর রাস্তায় কোনো কিছু হয়েছি কি-না, সে সম্পর্কে কোনো তথ্য আমাদের জানা নেই।