- সারাদেশ
- রাঙামাটিতে অভিযান চালিয়ে একে৪৭ উদ্ধার
রাঙামাটিতে অভিযান চালিয়ে একে৪৭ উদ্ধার

রাঙামাটিতে অভিযান চালিয়ে একটি একে৪৭ (চায়না) রাইফেলসহ গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার জেলা সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাপাড়ায় ওই অভিযান চালানো হয়।
জানা যায়, শুক্রবার ভোররাতে রাঙামাটির নানিয়ারচর সেনা জোনের সদস্যরা স্থানীয় পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে যৌথ অভিযান চালান।
এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি একে৪৭ (চায়না) রাইফেল, ম্যাগাজিনসহ ১৮ রাউন্ড গুলি, একটি চায়না অটোমেটিক পিস্তল, ম্যাগাজিনসহ ২ রাউন্ড গুলি, একটি দেশীয় এলজিসহ ২ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট, তিনটি চাঁদার রসিদ, নগদ আড়াই লাখ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ নানিয়ারচর থানায় জমা দেওয়া হয়।
সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন