- সারাদেশ
- ঘাটাইলে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ঘাটাইলে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের একটি ছবি।
টাঙ্গাইলের ঘাটাইল খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আতাউর রহমান খান এমপি এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে আতাউর রহমান খান বলেন, ‘সরকারি বিধি মোতাবেক কৃষক ও মিলাররা যেন খাদ্য গুদামে ধান-চাল সরবরাহ করেন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম কাতারে নিয়ে গেছেন। এখন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান-চালের গুণগত মান ধরে রাখতে হবে।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা, স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী দুলাল, অটো চালকল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল সরকার প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও সোহাগ হোসেন বলেন, ‘কৃষকরা কোনোরকম হয়রানি ছাড়াই যেন খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারে, সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে।’
খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘আমন মওসুমে অনলাইনে আবেদনকৃত কৃষকদের থেকে লটারির মাধ্যমে নির্বাচিতদের কাছ থেকে ১০৮০ টাকা মণপ্রতি মোট ৮৬২ মেট্রিক টন ধান ও চুক্তিবদ্ধ চালকল মালিকদের থেকে কেজিপ্রতি ৪০ টাকা দরে ২৫৭৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।’
মন্তব্য করুন