নিখোঁজের তিন দিন পরও খোঁজ মেলেনি গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। তার খোঁজ না হওয়ায় পরিবারের সদস্য ও সমর্থকরা হতাশা প্রকাশ করেছেন এবং তারা আতঙ্কিত বলে জানিয়েছেন।  

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক কর্মী বলেন, এলাকায় তার কোনো শত্রু নেই। তারপরও তিনি নিখোঁজ হয়েছেন কিভাবে বুঝতে পারছি না। আমরা কাউন্সিলর প্রার্থীকে জীবিত ফেরত চাই।

নিখোঁজ মেহেদী হাসানের স্ত্রী মাসুমা আক্তার আলো বলেন, গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর বের হন। এর কয়েক ঘণ্টা পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গত তিন দিনেও তার সন্ধান না পেয়ে আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। তার সমর্থনকারী ও কর্মীরা হতাশায় ভুগছেন। তার ব্যাপক জনপ্রিয়তা ছিলো। আমি আমার স্বামীকে দ্রুত ও জীবিত উদ্ধার চাই।

গত তিন দিনেও পুলিশ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো তার খোঁজ মেলেনি।  

এই ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম জানান, তাকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। শিগগিরই তাকে উদ্ধার করা যাবে বলে আশা করছেন। 

উল্লেখ্য, কালিয়াকৈর পৌরসভার আসন্ন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মসজিদের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।