- সারাদেশ
- আড়াইহাজারে গ্যাসের চাপ কম, উৎপাদন ব্যাহত শিল্পকারখানায়
আড়াইহাজারে গ্যাসের চাপ কম, উৎপাদন ব্যাহত শিল্পকারখানায়

ছবি: সমকাল
করোনার ধাক্কা কাটিয়ে না উঠতেই আরেক সমস্যা দেখা দিয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শিল্প কারখানাগুলোতে। দিনের বেশির ভাগ সময়ই থাকছে না গ্যাস। একই সঙ্গে গ্যাসের চাপ কম থাকায় বন্ধ থাকছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনকারী ক্যাপটিভ পাওয়ারগুলো। এতে চরমভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারকাখানাগুলোতে। এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন কারখানার মালিকরা।
সংশ্লিষ্টরা জানান, আড়াইহাজারে শতাধিত গ্যাস নির্ভর শিল্পকারখানা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মিথিলা টেক্সটাইল, ফকির ফ্যাশন, ভাই ভাই স্পিনিং, সানমুন টেক্সটাইল, রায়া স্পিনিং, নান্নু টেক্সটাইলের মত বস্ত্র ও পোশাক খাতের স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও ওয়াশিং কারখানার মত অসংখ্য শিল্প কারকখানা। ভুক্তভোগী শিল্প মালিকরা জানান, জ্বালানি হলো শিল্পের প্রধান চালিকাশক্তি। গ্যাস না থাকলে উৎপাদন ব্যাহত হবে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বেকারত্ব বেড়ে যাবে। এ সমস্যা দ্রুত সমাধান করতে হবে। নতুবা সার্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।
দেশের অন্যতম লীড প্লাটিনাম সনদপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠান মিথিলা টেক্সটাইলের পরিচালক মাহবুব খান হিমেল বলেন, ‘প্রায় এক মাস ধরে গ্যাস সংকট চলছে, এক সপ্তাহ ধরে সেই সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। যেখান ১৫ পিএসআই এর অধিক চাপ দরকার সেখানে ১ পিএসআই এর নিচে নেমে এসেছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে সময়মতো পোশাক রপ্তানি করা সম্ভব হবে না। ফলে ক্রেতার আস্থা ও বাণিজ্য হারাবে বাংলাদেশ, সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জন ব্যহত হয়ে ব্যপক ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি।’
ভাই ভাই স্পিনিং মিলের স্বত্তাধিকারী লাক মিয়া জানান, গ্যাসের চাপ কম থাকায় কারখানার উৎপাদন কমে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে না পারলে চরম বিপর্যয়ে পড়তে হবে মিল মালিকদের। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। কারখানায় সামান্য যে উৎপাদন হচ্ছে তাতে শ্রমিকের বেতন দেওয়া দুস্কর হয়ে পড়েছে। ফলে হাজারো শ্রমিক চাকরি হারাবেন, বেকারত্ব বৃদ্ধি পাবে। তাই দ্রুত এর সমাধান প্রয়োজন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান জানান, সারাদেশেই গ্যাসের সাপ্লাই কম। অন্যদিকে যেখান থেকে গ্যাস সাপ্লাই হচ্ছে, সেখান থেকে আড়াইহাজার উপজেলা সর্বশেষ প্রান্তে। ফলে অন্য মিল কারখানাগুলো গ্যাস টানার পরে আড়াইহাজার এলাকায় এসে গ্যাসের চাপ তেমন থাকে না।
তিনি বলেন, সরকার এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) আমদানির মাধ্যমে এ সমস্যা থেকে উত্তোরণের জন্য কাজ করছে। আশা করছি- দ্রুততম সময়ের মধ্যে গ্যাসের এ সংকট সমাধান হয়ে যাবে। তারপর মিল কারখানাগুলো স্বাভাবিক উৎপাদন করতে পারবে।
মন্তব্য করুন