- সারাদেশ
- নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিরাপদ সড়কসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় নগরীর ওয়াসা মোড়ে সড়কের এক পাশে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন। বিক্ষোভ কর্মসূচিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী অংশ নেন। এসময় শিক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নিতে চাইলেও পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।
শিক্ষার্থীরা এসময় নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবিতে স্লোগান দেন।
বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামের একাদশ শ্রেণীর ছাত্র আল আজমাইন আলফী বলেন, নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছি। সড়কে একের পর এক শিক্ষার্থী মারা যাচ্ছে। খুনিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমরা খুনিদের বিচার চাই। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।
আন্দোলনে অংশ নেওয়া চট্টগ্রাম নগরের একটি কলেজের ছাত্র মো. ইয়ামিন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির তুলনায় গাড়ি ভাড়া বেশি বেড়েছে । যাতায়াত ভাড়াও বেড়ে গেছে। এখন অর্ধেক ভাড়া দিতে চাইলে গাড়িচালক ও সহকারীরা দুর্ব্যবহার করেন। কখনো কখনো হুমকি দেন। এসবের প্রতিবাদে আমরা আন্দোলন করছি।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবির প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা কখনো কখনো সড়ক অবরোধ করার চেষ্টা করলেও বুঝিয়ে এক পাশে সরিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন