গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে (ডালিম প্রতীক) নিখোঁজের পাঁচদিন পর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে গাজীপুরের যোগিরতলা ধান গবেষণা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর বাড়ি থেকে বের হন মেহেদী। তার পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পরে থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন তৎপরতা চালিয়ে রোববার মেহেদীকে উদ্ধার করে। 

সাইফুল আলম জানান, মেহেদীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মেহেদী নিখোঁজ হওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।