- সারাদেশ
- জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা দায়ের হয়। মামলার বাদি ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।
আদালত বাদীর জবানবন্দি নিয়ে আগামী ৬ জানুয়ারির মধ্যে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়। রোববার গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের হয়।
মন্তব্য করুন