- সারাদেশ
- আড়াইহাজারে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
আড়াইহাজারে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপি, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার রাত দশটা থেকে বারোটা পর্যন্ত উপজেলার আড়াইহাজার বাজারে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ আরিফ ভূঁইয়া তিনজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ তিনজন হলেন, মো. রাসেল (৩৫), মো. রায়হান (২১) ও মো. হাকিম (২২)। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মোহাম্মদ আরিফ ভূঁইয়া।
ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী ও আড়াইহাজার থানা সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রোববার বিকেলে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদের সঙ্গে রফিকুল ইসলাম নামের এক যুবদল নেতার হাতাহাতি হয়। রফিকুল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেনের ছোট ভাই। ওই ঘটনার জেরে রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আড়াইহাজার বাজারে একটি বিক্ষোভ মিছিল করেন। এ সময় আনোয়ার হোসেনের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। পুলিশও হামলার শিকার হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছাত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এসময় এস আই সাদিকুর, এ এস আই রমজান, কনস্টেবল কাউসার, নুরুজ্জামান ও মাহফুজ নামে ৫ পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে কথা বলতে আনোয়ার হোসেন ও ইফতিয়ার হোসেন শাওনের মুঠোফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ইফতিয়ার হোসেন শাওন ও এস আই শিব শংকর বনিক বাদী হয়ে আড়াইহাজার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাওয়াত হোসেন বেনু, জুয়েল ও সাদ্দাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন