সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নে নির্বাচনে দায়িত্বরত আবুল কালাম আজাদ নামে এক পুলিশ কর্মকর্তা গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

তৃতীয় দফা ইউপি নির্বাচনে উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। 

উল্লাপাড়া থানার ওসি হুমায়ুন কবীর জানান, রাতে ভোট গণনা শেষে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে ফেরার পথে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন আজাদ। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।

আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান, তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে জেনেছি। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।