- সারাদেশ
- সাত পুরুষকে টেক্কা দিয়ে সোনিতার জয়
সাত পুরুষকে টেক্কা দিয়ে সোনিতার জয়

সোনিতা নাছরিন
বগুড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী সাত পুরুষ প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী হয়েছেন আলোচিত নারী প্রার্থী সোনিতা নাছরিন। তৃতীয় ধাপের নির্বাচনে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয় পান তিনি।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে ছয় হাজার ১৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন সোনিতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন মাসুদ পেয়েছেন ৪ হাজার ৫৮২ ভোট।
ধুনটের ইউপি নির্বাচনে বিধি অনুসারে এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদত হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম জামানত হারিয়েছেন।
তৃতীয় ধাপে জেলার ৪৭টি ইউনিয়নে একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নেন সোনিতা নাছরিন। তিনি ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপনের স্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সোনিতা নাছরিন জানান, নারী প্রার্থী হিসেবে স্থানীয় নারীদের পাশাপাশি পুরুষ সমর্থক এবং ভোটাররা তাকে ব্যাপকভাবে সহায়তা করেছেন। যার ফলে তার এই বিজয়।
মন্তব্য করুন