- সারাদেশ
- শশা কিনতে যাওয়ার পথে নির্বাচনী সহিংসতায় স্কুলছাত্রের মৃত্যু
শশা কিনতে যাওয়ার পথে নির্বাচনী সহিংসতায় স্কুলছাত্রের মৃত্যু

শশা কিনতে বাজারে যাওয়ার পথে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালেন সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী দেলোয়ার হোসেন সাগর (১৬)।
সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী সমকালকে জানান, হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ৩ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী সেলিম হোসেন ও হীরা সর্দারের সমর্থকদের মধ্যে রোববার বিকেলে সংঘর্ষ বাধে। তখন শশা কিনতে বাজারে যাচ্ছিলেন সাগর। ওই সময় মারপিটের মধ্যে পড়ে গুরুতর আহত হন সাগর।
রোববার সন্ধ্যায় সাগরকে নিয়ে যাওয়া হয় শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে। সেদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর।
রোববার রাতে তার পরিবার সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় তার মরদেহ দাফন করা হয়েছে।
নিহত সাগর মাছিয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে তৎপর রয়েছি।’
মন্তব্য করুন