- সারাদেশ
- সাতজনের মধ্যে ৬ প্রার্থীই পাননি ভোট
সাতজনের মধ্যে ৬ প্রার্থীই পাননি ভোট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে একটি ওয়ার্ডে ৭ জনের মধ্যে ৬ প্রার্থীই কোনো ভোট পাননি।
উপজেলার মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়াডের্র মায়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। কয়েকজন প্রার্থীর দাবি, তারা নিজেরা ভোট দিলেও তা দেখানো হয়নি।
জানা গেছে, কেন্দ্রে ২১৬৩ ভোটারের মধ্যে ১১৬১ জন ভোট দিয়েছেন বলে ফলাফল শিটে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বৈদ্যুতিক পাখার প্রার্থী হাসান মিয়া পেয়েছেন ১১৫৫ ভোট এবং কেন্দ্রের বৈধ ভোটের সমান। সাতজন প্রতিদ্বন্দ্বিতা করলেও ৬ জনের ঘরে কোনো ভোট দেখানো হয়নি।
প্রার্থী কাউসার মিয়া (আপেল) জানান, তিনি নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন সুষ্ঠু নির্বাচনে আশায়। কিন্তু মায়ারামপুর গ্রামের লোকজন হাসান মিয়াকে সিলেকশন করে নিয়েছেন ভোটের দু'দিন আগে। তাই কেন্দ্রে ভোট দিতে যাননি তিনি মার খাওয়ার ভয়ে।
প্রার্থী শফিকুল ইসলাম (মোরগ) জানান, গ্রামের লোকজন হাসান মিয়াকে সিলেকশন করলেও তিনি নিজেকে ভোট দিয়েছেন। ভোট কেন পাননি তা তিনি বুঝতে পারছেন না।
প্রিজাইডিং কর্মকর্তা হুসাইন মোহাম্মদ বেলাল জানান, মায়ারামপুর গ্রামের এক নেতা হাসান মিয়াকে সিলেকশন করেছেন ভোটের আগে, রাতে তাকে বিষয়টা জানিয়েছেন গ্রামের কয়েকজন। কোনো প্রার্থী ভোট দিয়েছেন কাউন্ট হয়নি বিষয়টা এ রকম নয় বলে দাবি তার। ভোট প্রকাশ্যে নেওয়া যায় কিনা এই প্রশ্নে তিনি বলেন, আমরা ভোটারদের লাইনে দাঁড় করিয়ে ভোট নিয়েছি এবং ভোট সুষ্ঠু হয়েছে।
মন্তব্য করুন