- সারাদেশ
- চট্টগ্রামে তিন কাঁচাবাজারকে পলিথিনমুক্ত ঘোষণা
চট্টগ্রামে তিন কাঁচাবাজারকে পলিথিনমুক্ত ঘোষণা

চট্টগ্রামের চকবাজার, কাজীর দেউড়ি ও কর্ণফুলী মার্কেটকে পলিথিনমুক্ত ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিক)।
সোমবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন সিসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে পলিথিন ব্যবহার বন্ধে নগরবাসীর সহায়তা চেয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে নগরের চকবাজার, কাজীর দেউড়ি ও কর্ণফুলী মার্কেটকে পলিথিনমুক্ত ঘোষণা করা হচ্ছে। পর্যায়ক্রমে নগরের অন্যান্য কাঁচাবাজার ও দোকানপাটগুলো এই কর্মসূচির আওতায় আনা হবে।
সিসিক কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে মাইকিং ও প্রচারপত্র বিলির মাধ্যমে জনসচেতনতা তৈরি করে এ কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে পলিথিন ব্যবহার বন্ধের নির্দেশ অমান্য করলে জরিমানাসহ কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা করা হবে।
রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। কর্ণফুলী নদীর তলদেশে পলিথিনের ২০ ফুট স্তর জমার কারণে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। নদীর নাব্যতা রক্ষার জন্য ড্রেজিং করতে গিয়ে পলিথিনের স্তর বাধা হয়ে দাঁড়িয়েছে। কর্ণফুলীকে বাঁচাতে না পারলে চট্টগ্রাম বন্দর অচল হয়ে যাবে। কোনো কারণে বন্দর অচল হলে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘পলিথিন শুধু জলাবদ্ধতা সৃষ্টি করে না, এর কারণে মাটির উর্বরতা নষ্ট করে, পয়োঃনিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতাসহ বিভিন্ন রোগব্যাধির সৃষ্টি হয়। চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়তে, কর্ণফুলী নদী রক্ষায় ও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। বিকল্প হিসেবে পাট, কাপড় বা নন ওভেন ফেব্রিক্সের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে।’
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, পরিবেশ স্ট্যান্ডিং কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন