- সারাদেশ
- পাবনায় তেলপাম্পে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
পাবনায় তেলপাম্পে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নিহত মতিউর রহমান
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে তেলপাম্পে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।
নিহত মতিউর রহমান (২১) পাম্পের কর্মী। তেলপাম্পটি স্থানীয় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল ১১টার দিকে আলম হাজির তেলপাম্পে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় পাম্পের তিন কর্মী অগ্নিদগ্ধ হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ওই দিনই তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মতিউর মারা যান। পাবনা সদর উপজেলার নাজিরপুর খন্দকারপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে তিনি। গাড়িতে তেল দেওয়ার কাজ করতেন।
তেলপাম্পের মালিক আলম হাজি বলেন, একটি ট্রাক তেল দিচ্ছিল। এ সময় ট্রাকের ওপর একজন সিগারেট টানছিল। সে সিগারেটের জ্বলন্ত অংশ নিচে ফেললে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অন্য একটি সূত্র জানায়, এই তেলপাম্পের অবকাঠামো যথোপুযক্ত না হওয়ায় বিস্ফোরক দপ্তর এটি বন্ধ করতে বলেছিল। তবে গোপনে সেখানে তেল বিক্রি করা হতো।
মন্তব্য করুন