বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া নিজে নিজেই পদত্যাগ করেছেন। রোববার রাতে তার স্বাক্ষর করা পদত্যাগপত্রটি বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতির কাছে পৌঁছে দেন তার অনুসারীরা।

সোমবার বগুড়া জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি এ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আহসান হাবিব আম্বীয়ার বক্তব্যের একটি অডিও-ভিডিও ভাইরাল হয়। এতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, দলীয় সভাপতি শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে চলছে আলোচনা-সমালোচনা। তার এ বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

গোলাম ফারুক জানান, উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়। তার আগেই নিজের কৃতকর্মের দায় নিয়ে সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান আহসান।

বঙ্গবন্ধু ও দলীয় প্রধানকে নিয়ে কটূক্তি করায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ক্ষুব্ধ নেতাকর্মীরা ওই আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অব্যাহত রেখেছেন।

তবে আহসান নিজেকে নির্দোষ দাবি করে জানান, কম্পিউটারে তার বক্তব্য এডিটিং করে বিকৃত করা হয়েছে। খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও তার সহযোগীরা এসব কর্মকাণ্ড করছে। কিন্তু রহস্যজনক কারণে উপজেলা আওয়ামী লীগ তাদের মিথ্যাচার মোকাবিলা না করায় নিজেই পদত্যাগ করেছেন।