ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি-সমকাল

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১৭:১৯

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এইচএপ্লাসওপি নামের একটি বাসে কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে কোতয়ালী থানা ও ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

বাসের হেলপার অমল বলেন, বাসের দরজা জানালা বন্ধ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে যাই। সেখান থেকে আগুনের খবর পেয়ে আসি এবং বাসে আগুন দেখতে পাই।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×