- সারাদেশ
- আফ্রিকার সাত দেশ থেকে এলে কোয়ারেন্টাইন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব
আফ্রিকার সাত দেশ থেকে এলে কোয়ারেন্টাইন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে আফ্রিকার সাতটি দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হচ্ছে। এই দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো ও ঘানা।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাবনা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়, কোয়ারেন্টাইনের সপ্তম ও ১৪তম দিনে নিজ খরচে যাত্রীকে কভিড-১৯ আরটিপিসিআর টেস্ট করাতে হবে। সপ্তম দিনে টেস্টে ফল নেগেটিভ এলে বাকি সাত দিন তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। ফলাফল পজিটিভ এলে তাদের হাসপাতালে আইসোলেশন করা হবে।
সপ্তম দিনের টেস্ট নেগেটিভ আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ১৪তম দিনে আবারও টেস্ট করা হবে। তাতে ফলাফল নেগেটিভ এলে তাদের নিজ বাড়ি অথবা গন্তব্যে পাঠানো হবে। ফলাফল পজিটিভ এলে তাদের হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।
আরটিপিসিআর টেস্ট ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যয় যাত্রীদের বহন করতে হবে।
মন্তব্য করুন