- সারাদেশ
- টঙ্গীতে গ্যাসের পাইপ লাইন ফেটে আগুন
টঙ্গীতে গ্যাসের পাইপ লাইন ফেটে আগুন

গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী চেরাগআলীর বেপারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সবুজ বলেন, ওই লাইন থেকে কয়েক দিন ধরেই গ্যাস বের হচ্ছিল। বিষয়টি তিতাসকে জানানো হলেও তারা আমলে নেননি।
টঙ্গী দমকল বাহিনীর পরিদর্শক এস কে তুহিন বেন, সকালে গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন, ঘটনাস্থলে তিতাসের লোক পাঠানো হয়েছে। পাইপ লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন