- সারাদেশ
- শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু
শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দি নতুন নৌরুটে পরীক্ষামূলকভাবে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা
অবশেষে পদ্মা সেতু এড়িয়ে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা ২১টি ছোট গাড়ি ও ২৪টি মোটরসাইকেল নিয়ে মাঝিরকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিআইডব্লিউটিসি বলছে, এতে দূরত্ব হ্রাস পাওয়ার পাশাপাশি রাতেও ফেরি চালু করা যাবে। গত ২৬ আগস্ট ঘাট তৈরি হলেও স্রোত ও নাব্যতার অভাবে চালু করা যায়নি।
শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা ছেড়ে যাওয়ার সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, মাওয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ জাকির হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, জিএম (মেরিন) মো. হাশেম উর রহমান, বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট শাখার ফেরি সার্ভিস ইউনিটের এজিএম শফিকুল ইসলাম, এজিএম (মেরিন) আহম্মেদ আলী, বিআইডব্লিউটিএ'র সিটিএস বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ওবায়দুর রহমান প্রমুখ।
গত ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়। প্রবল স্রোতের কারণ দেখিয়ে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। গত ৮ নভেম্বর থেকে দিনের বেলায় ১০ ঘণ্টা সীমিত ফেরি চালু করেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, পদ্মা সেতু এড়িয়ে সোজাসুজি ফেরি চলাচলে অনেক সুবিধা হয়েছে। এতে দূরত্ব ও সময় দুটোই কমবে। এই রুটে দূরত্ব কমবে তিন কিলোমিটার। শিমুলিয়া থেকে মাঝিরকান্দির দূরত্ব ৮ কিলোমিটার। আর শিমুলিয়া থেকে বাংলাবাজারের দূরত্ব ১১ কিলোমিটার।
মন্তব্য করুন