- সারাদেশ
- আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
সোমবার ভোর ৬টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া এলাকার নুরুল ইসলামের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ চারজন হলেন- ওই এলাকার নুরুল ইসলামের ছেলে সোলায়মান হোসেন (৪৪), তার স্ত্রী রীমা আক্তার (৩০) ও সোলায়মানের দুই সন্তান মুশফিকুর রহমান মাহিদ (১৩) ও মাহমুদুল হাসান আরশ (৫)। তাদের সবাইকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।’
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে বাড়িমালিক নুরুল ইসলাম জানান, দগ্ধ সোলায়মানের ৯৫ শতাংশ, রীমার ১৫ শতাংশ, মাহিদের ১৬ শতাংশ ও আরশের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সোলায়মানের অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) পাঠানো হবে। বাকিদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নুরুল ইসলাম বলেন, ‘তার ছেলে সোলায়মান কাপড়ের ব্যবসা করেন। ছেলে মাহিদ একটি স্কুলে পড়ে। আরশ এখনও স্কুলে ভর্তি হয়নি। ভোরে তিনি ব্যবসার কাজে বাইরে যাওয়ার কথা। তাই সে ভোরে রান্না ঘরে যায় এবং পানি গরম করার জন্য দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই একটি বিকট শব্দে ঘরে আগুন লেগে যায়। এরপরে সেই আগুনে তারা দগ্ধ হয়।’
মন্তব্য করুন