- সারাদেশ
- গৌরনদীতে বোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
গৌরনদীতে বোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বরিশালের গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর মালিকানাধীন একটি পার্কের ভেতরে বোমা তৈরিকালে বিস্ফোরণে আহত হারুন হাওলাদার (৪৫) মারা গেছেন। দু’দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার রাত আড়াইটার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বোমা তৈরির মূল কারিগর ছিলেন তিনি। এ ঘটনায় তিনজন আহত হয়।
সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হারুন উপজেলার বেজগাতি গ্রামের বাসিন্দা।
রাজধানী ঢাকায় রাজমিস্ত্রি হিসেবে কর্মরত নিহতের ছোট ভাই সালাউদ্দিন হাওলাদার জানান, তার বড় ভাই ঢাকায় যাওয়ার কথা বলে গত বুধবার বিকেলে গ্রামের বাড়ি থেকে বের হয়। বোমায় তার দুই হাতের প্রায় কনুই পর্যন্ত উড়ে গেছে। বোমার আঘাতে তার মুখমণ্ডলও ঝলসে যায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর মালিকানাধীন উপজেলার কটকস্থল দক্ষিণ মাদ্রা ফারিহা গার্ডেনের (পাশে) একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতর শুক্রবার রাতে যুবলীগ কর্মী রায়হান ফকির ও কাওছারের নেতৃত্বে বোমা তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে অসাবধানতাবশত একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে হারুনসহ তার তিন সহযোগী গুরুতর আহত হয়। এ সময় বোমার বিস্ফোরণে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠলে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমার আঘাতে পার্কের ওই পরিত্যক্ত টিনের ঘরের বেড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, বোমা তৈরিকালে বিস্ফোরণে আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করে বিস্ফোরক আইনে থানায় একটি মামলা করেছে। এ মামলায় পার্কের পরিচ্ছন্নতাকর্মী আবদুর রহমান মীরকে গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার মার্বেল, ছোট কয়েকটি লোহা, স্কচটেপ ও জর্দার কৌটার মাথার অংশকে বিশেষ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
মন্তব্য করুন