- সারাদেশ
- রাজবাড়ীতে জুট মিলে অগ্নিকাণ্ড
রাজবাড়ীতে জুট মিলে অগ্নিকাণ্ড

ছবি: সমকাল
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অবস্থিত রাজবাড়ী জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি এখনও জানা না গেলেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে মিলের বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে পাটকলের শ্রমিকরা রাতের শিফটের কাজ শেষ করে বের হওয়ার সময় আগুন দেখে চিৎিকার দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, জুটমিলের ১ নম্বর ইউনিটের তেলের ট্যাংকি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ী জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার আহমেদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মিলের বিপুল পরিমাণ মালামাল ও যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেব বের করতে সময় লাগবে। এ অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি দগ্ধ হননি বলে জানান তিনি।
মন্তব্য করুন