চট্টগ্রাম নগরের একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগের এক নেতাসহ ১০ জনকে আটক করা হয়েছে। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এ অভিযান চালানো হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটক ১০ জনের মধ্যে নগরের পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহ সভাপতি আবদুল আল আহাদ রয়েছেন। বাকি নয়জনের মধ্যে পাঁচজন আহাদের সহযোগী। এছাড়া অন্য চারজন নারী।

ওসি বলেন, ওই এলাকায় তিনতলা একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে, এমন খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।