- সারাদেশ
- লঞ্চের তালাবদ্ধ কেবিনে তরুণীর মরদেহ, সহযাত্রী নিখোঁজ
লঞ্চের তালাবদ্ধ কেবিনে তরুণীর মরদেহ, সহযাত্রী নিখোঁজ

ফাইল ফটো
বরিশালে লঞ্চ থেকে শারমিন আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বরিশাল-ঢাকা রুটের এমভি কুয়াকাটা-২ এর কেবিন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লঞ্চের লস্কর ও ঘাট ম্যানেজার জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দুই তরুণ-তরুণী লস্করের কাছ থেকে ১৮০০ টাকায় কেবিনটি ভাড়া নেন। লঞ্চটি ছাড়ার সময়ও তারা দু’জন একসঙ্গে ছিলেন। কিন্তু সকালে লঞ্চ বরিশাল ঘাটে ভিড়লে সব যাত্রী নেমে গেলেও ওই কেবিনের যাত্রী বের না হওয়ায় লঞ্চ স্টাফরা কেবিনের দরজা ধাক্কা দেয়। কিন্তু কেবিনের দরজা তালাবদ্ধ ছিল এবং ভেতর থেকে কারও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে স্টাফদের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে কেবিনের তালা খুলে ভেতরে তরুণীর মরদেহ দেখতে পান তারা। তবে সঙ্গে থাকা যুবককে সেখানে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষয়টি হত্যা হতে পারে।
মন্তব্য করুন