সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচিলিয়া গ্রামে তৃতীয় স্ত্রীর বটির কোপে শামিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত শামিম হোসেন পাঁচিলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। ঘটনার পর পরই অভিযুক্ত স্ত্রী শিরিন বেগম পালিয়েছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শামিমের একাধিক স্ত্রী থাকায় তাদের সংসারে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকতো। সাংসারিক দ্বন্দ্বের জেরে শুক্রবার সকালে তৃতীয় স্ত্রী শিরিন বেগমের সঙ্গে তার স্বামী শামিমের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো বটি দিয়ে স্বামীর মাথায় কোপ দেন শিরিন। এ সময় ঘটনাস্থলেই প্রাণ যায় শামিমের।

সলঙ্গা থানার থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া করছে। ঘাতক স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।