- সারাদেশ
- ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর গ্রেপ্তার
ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর গ্রেপ্তার

সিদ্দিকুর রহমান
চাঁদাবাজির মামলায় ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় রুজু হওয়া একটি চাঁদাবাজির মামলায় তাকে ওই রাতেই সোয়া একটার দিকে ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি জানান, সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আরও চারটি জিআর ও চারটি সিআর মামলা রয়েছে। তিনটি মামলায় চার্জশিট হয়েছে, বাকিগুলো তদন্তাধীন রয়েছে। শুক্রবার বিকেলে তাকে ফরিদপুরের আদালতে উপস্থাপন করা হবে এবং পুলিশ সাতদিনের রিমান্ড চাইবে।
পুলিশের প্রেস নোটে উল্লেখ করা হয়, সিদ্দিকুর রহমান একজন সন্ত্রাসী এবং তিনি টেন্ডারবাজি বিভিন্ন বাহিনী পালন করে জোরপূর্বক বিপুল পরিমান অবৈধ টাকা অর্জন করেছেন।
পুলিশ জানায়, স্থানীয় চরমাধবদিয়া এলাকার লুৎফর রহমান নান্নু খান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি রুজু করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ১৪ অক্টোবর তার একর জমি জবর দখল ও ১ লক্ষ টাকা চাঁদা নেন সিদ্দিক । এই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর ফরিদপুর চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন। সেখানে সিদ্দিকুর রহমানও একজন প্রার্থী।
মন্তব্য করুন