- সারাদেশ
- ফরিদপুরে চিত্রাঙ্কন, চিঠি লেখা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফরিদপুরে চিত্রাঙ্কন, চিঠি লেখা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শুক্রবার সকালে কবি জসীম উদ্দীন হল প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ হোসেন- সমকাল
ফরিদপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষ্যে শিশু ও কিশোরদের দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে খেলাঘর ফরিদপুর জেলা কমিটির আয়োজনে চিত্রাঙ্কন, চিঠি লেখা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কবি জসীম উদ্দীন হল প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আক্তারী জানান ববি, সহ-সভাপতি উত্তম দত্ত, রুবিয়া মিল্লাত, জোবায়ের স্বপন, বৈশাখী চক্রবর্তী, জেসমিন কবির, সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, কে এম রুবেল, কাবেরী আক্তার, ডিউবি সিকদার প্রমুখ।
চিত্রাঙ্কন, চিঠি লেখা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু কিশোর অংশ গ্রহণ করে। আগামী ১৮ ডিসেম্বর কবি জসীম উদ্দীন হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। একই সময়ে ৭ জন বীর মুক্তিযোদ্ধা ও ৪ মহীয়সী নারীকে সম্মাননা প্রদান করা হবে।
মন্তব্য করুন