তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) তেজেন্দ্র কুমার দেবনাথ। বৃহস্পতিবার রাতে একদল দুস্কৃতকারী মাইক্রোবাসে তাকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের পর মহাসড়কের পাশে ফেলে চলে যায়।

তেজেন্দ্র কুমার দেবনাথ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে অফিস ছুটির পর তিনি সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে ফেনীর নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোটি সীতাকুণ্ড ছেড়ে যাওয়ার পরপরই ভেতরে থাকা যাত্রীবেশী ছয়-সাতজন অপহরণকারী তার গলায় গামছা পেঁচিয়ে ধরে। এরপর তারা তার নাম-পরিচয় জানতে চায় এবং তিনি ইউএনও কার্যালয়ে চাকরি করেন জানতে পারার পর তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি এত টাকা কিছুতেই দেওয়া সম্ভব নয় জানানোর পর দরকষাকষির একপর্যায়ে তিন লাখ টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে নির্যাতন শুরু করে। বাধ্য হয়ে তেজেন্দ্র দেবনাথ তার পরিবারকে বিষয়টি জানালে স্বজনরা টাকার ব্যবস্থা করে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের পাঠান। রাত ১০টার দিকে ফেনীর লালপোল এলাকায় নিয়ে মহাসড়কের পাশে তাকে গাড়ি থেকে ফেলে চলে যায় তারা।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, আমাকে তেজেন্দ্র বাবু ঘটনাটি জানিয়েছেন। এখন তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে ফিরলেই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তিনি সুস্থ হয়ে ফিরলে তার সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।