- সারাদেশ
- ইউনিয়ন আ'লীগের পদও হারালেন ডা. মুরাদ
ইউনিয়ন আ'লীগের পদও হারালেন ডা. মুরাদ

ডা. মুরাদ হাসান - ফাইল ছবি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদও হারালেন ডা. মুরাদ হাসান। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেল্লাল হোসেন জানান, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণসহ শৃঙ্খলা ভঙ্গের কারণে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, সহসভাপতি আব্দুল জব্বার সিকদার ও সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ হারান ডা. মুরাদ। পরদিন বুধবার তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।
মন্তব্য করুন