- সারাদেশ
- দেশ বিরোধীদের সাথে আপোষ নয়:পরিকল্পনামন্ত্রী
দেশ বিরোধীদের সাথে আপোষ নয়:পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যারা দেশের শত্রু, মহান মুক্তিযুদ্ধের সময় দেশের বিরোধিতা করেছিল, তাদের সাথে বাঙালি জাতির কোনো আপোষ হতে পারে না।
যারা দেশের উন্নয়ন চান না তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উন্নয়নের স্বার্থে দেশপ্রেমিক সক কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি গোষ্ঠীর প্রতি সজাগ থাকতে হবে, যারা এই দেশের মানুষের উন্নয়ন চায় না।’
শুক্রবার বেলা ২টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরে এফআইভিডিবির কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে এফআইভিডিবির প্রতিষ্ঠাতা যেহীন আহমদের নামে যেহীন আহমদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্ট নামকরণ অনুষ্ঠানে এম এ মান্নান ছিলেন প্রধান অতিথি।
এম এ মান্নান বলেন, শান্তিগঞ্জ এলাকায় একসময় কোন কিছুই ছিল না। তখন আমি যেহীন ভাইয়ের সাথে আলাপ করে আমাদের শান্তিগঞ্জে তাদের কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করি। এরপর তিনি অনেক বাধা-বিপত্তির পরেও শান্তিগঞ্জে এফআইভিডিবির ভবন নির্মাণ করেন এবং তাদের কার্যক্রম শুরু করেন। এরপর আমাদের প্রচেষ্টায় শান্তিগঞ্জ মৎস্য হ্যাচারি স্থাপন করা হয়। তখনও সুনামগঞ্জ সদরের সাথে সম্পৃক্ত ছিল দক্ষিণের ৮ ইউনিয়ন। এরপর ২০০৬ সালে উপজেলা ঘোষণা হয়।
আমি যখন নির্বাচিত হয়ে সর্বপ্রথম আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য নির্বাচিত হই, তখন থেকেই এই এলাকার উন্নয়নে ব্যাপক কর্মকাণ্ড হাতে নিয়েছিলাম। এখন তো শান্তিগঞ্জে অনেক কিছুই হয়ে গেছে, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ, থানা ভবন, টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জের পাশে সুনামগঞ্জ সদরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ স্থাপন হয়েছে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
সভায় এফআইভিডিবির নির্বাহী পরিচালক মোস্তফা রাজির সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য দেন এফআইভিডিবির নির্বাহী পরিষদের সদস্য, মোস্তাকুর রাজা চৌধুরী, অ্যাডভোকেট এমাদুল্লাহ্ শহীদুল ইসলাম শাহীন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, এফআইভিডিবির নির্বাহী পরিষদের সদস্য ডা. নাজমুস সাকিব, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন।
মন্তব্য করুন