ফ্ল্যাটে এক নারীকে নিয়ে ঢুকেছিলেন গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা। খবরটি চলে যায় পুলিশের কাছে। ফ্ল্যাটের দরজায় পুলিশ সদস্যরা যখন টোকা দিলেন, তখন ওই চেয়ারম্যান গোসল সেরে বের হচ্ছিলেন। পুলিশ জানতে চাইল, আর কে আছে ফ্ল্যাটে? চেয়ারম্যান দাবি করেন- কেউ নেই তো! তল্লাশি শুরু করল পুলিশ। ফ্ল্যাটের বাথরুমে তখন পাওয়া গেল ২২ বছরের এক নারীকে। পরে দৌড়ে পালিয়ে যান সোহেল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সোহেল ও ওই নারীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় 'থিম ওমর প্লাজা' নামের একটি বিপণিবিতানের ওপরের আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পুলিশ ফ্ল্যাট থেকে তরুণীকে বের করলেও চেয়ারম্যান সোহেল রানাকে ধরতে পারেনি। থিম ওমর প্লাজার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় দেখা গেছে, ভবনের সিঁড়ি বেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন সোহেল রানা। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

গত ১১ নভেম্বর সোহেল মাটিকাটা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। 'বিদ্রোহী' প্রার্থী হলেও তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি। বরং আওয়ামী লীগ নেতারা তাকে সমর্থন ও ভোট দিয়ে বিজয়ী করেছেন।গত ৭ ডিসেম্বর দৈনিক সমকালে 'হেরোইনের কারবারে বিপুল বৈভব, অতঃপর চেয়ারম্যান, বিদ্রোহী প্রার্থী হলেও সমর্থন পেয়েছেন আওয়ামী লীগ নেতাদের' শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়।

নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর আলী বলেন, থিম ওমর প্লাজায় সোহেল তার নিজস্ব ফ্ল্যাটে এক অপরিচিত নারীকে নিয়ে অসামাজিক কাজ করছেন বলে খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালাই। তার গ্রামের বাড়ি উজানপাড়া। আর ওই তরুণীর বাড়ি পাশের গ্রাম মাটিকাটায়। ফ্ল্যাট থেকে দু'জনকে বের করে থানায় নেওয়া হবে, ঠিক এমন সময় সোহেল দৌড়ে পালিয়ে যান। পুলিশের হাতে আটকের পর ওই নারী পুলিশের কাছে প্রথমে দাবি করেন, তার জন্মনিবন্ধন সনদে ভুল আছে। সেটি ঠিক করে দেওয়ার জন্য সোহেল তাকে ফ্ল্যাটে আনেন। পরে জেরার মুখে ওই তরুণী সোহেলের সঙ্গে আসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। শুক্রবার ওই তরুণীকে আদালতে পাঠানো হয়। সোহেলকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।