- সারাদেশ
- কাজী জাফর উল্লাহকে রাজাকার বললেন নিক্সন চৌধুরী
কাজী জাফর উল্লাহকে রাজাকার বললেন নিক্সন চৌধুরী

শুক্রবার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে এক জনসভায় বক্তব্য রাখেন নিক্সন চৌধুরী -সমকাল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) বলেছেন, 'নৌকার ভরাডুবি হয় নাই, বঙ্গবন্ধুর আদর্শের লোকের ভরাডুবি হয় নাই, বাংলাদেশ আওয়ামী লীগের ভরা ডুবি হয় নাই, যুবলীগের হয় নাই, এই ভরা ডুবি হইছে ব্যক্তি কাজী জাফর উল্লাহর মতন একজন যুদ্ধাপরাধী রাজাকারের।'
শুক্রবার বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সাওথার মাদ্রাসা মাঠে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় একটি সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী আরও বলেন, 'গত ২৮ নভেম্বর ভাঙ্গা ও চরভদ্রাসনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা নমিনেশন দেওয়া হয়েছে ডাকাত ও ধর্ষণকারীর হাতে। রুপাই ডাকাতের মতোন ব্যাক্তিকে, কালাম হাজীর মতোন ধর্ষণকারীকে এই পবিত্র মার্কার (নৌকা মার্কা) নমিনেশন দেওয়া হয়েছে।'
বক্তব্যে তিনি কাজী জাফর উল্লাহকে রাজাকার আখ্যায়িত করে তিনি বলেন, 'যখন তার এই এলাকায় রাজনীতি শেষ, তখন তিনি শেষবারের মতোন তার এলাকার মানুষকে ধ্বংস করার জন্য এসব ডাকাতদের হাতে নৌকার নমিনেশন দিয়ে গেছেন। যেন এই এলাকায় নৌকাকে চিরবিদায় করে দেওয়া যায়।'
জাফর উল্লাহর উদ্দেশ্যে স্বতন্ত্র এ সাংসদ বলেন, 'আগামীতে নিক্সন চৌধুরীকে প্রধানমন্ত্রী নৌকা দিলে এদেশে অন্য কোনো দলের জামানত থাকবে না। আবার নৌকা পাল তুলবে।'
সাবেক চেয়ারম্যানদের সম্মান দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিজয়ী চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ইজ্জত দিয়ে কাজ করবেন। যদি তাদের সম্মান না দেন, যদি ষড়যন্ত্র করেন , চেয়ার থাকবে কাজ থাকবে না। নতুন যারা নির্বাচিত হয়েছেন তাদের বলবো জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে এলাকার উন্নয়ন করার জন্য। এই নির্বাচনে প্রমাণিত হইছে ভোটের মালিক জনগণ। জনগণ চাইলে নিক্সন চৌধুরীকে কালকে বিদায় দিতে পারে, যেভাবে জাফর উল্লাহকে বিদায় করছে দুই দুই বার। তাই যখন আপনি চেয়ারম্যান হইছেন যারা হেরে গেছে তাদের বাড়িতে গিয়ে শান্ত্বনা দেন।'
কালামৃধা ইউপির সাবেক চেয়ারম্যান লিটু মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের অর্থ-বিষয়ক সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের নেতা ফাইজুর মিয়া, কালামৃধা ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্বর, মুক্তিযোদ্ধা নুরুল হক, মুরাদ মল্লিক, আব্দুল কাদীর মাতুব্বর, আলী ফরাজী, কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম খলিফাসহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ নেতারা।
মন্তব্য করুন