- সারাদেশ
- কোর্ট হিলে অবৈধ স্থাপনা সরাতে ২৫ দপ্তরের চিঠি
কোর্ট হিলে অবৈধ স্থাপনা সরাতে ২৫ দপ্তরের চিঠি

চট্টগ্রাম কোর্ট হিল
চট্টগ্রাম কোর্ট হিলে নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় ‘অনুমোদনহীন’ স্থাপনাগুলো অপসারণের জন্য সরকারি ২৫টি দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করে চিঠি দেয়া হয়েছে। শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা পত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী ওই ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে নতুন কোনো ভবন নির্মাণ না করা এবং ইতোমধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কর্তৃক অবৈধভাবে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশনা দিয়েছেন। আইনজীবী সমিতির নতুন দুটি ভবন নির্মাণ নিয়ে দ্বন্দ্বে জড়ান জেলা প্রশাসন ও আইনজীবীরা।
চিঠি দেয়া সরকারি দপ্তরগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ কেন্দ্র পাথরঘাটা চট্টগ্রাম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ সচিবালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিশাখা-৯, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও পুলিশ অধিদফতর।
মন্তব্য করুন