- সারাদেশ
- বরিশালে সম্মাননা পেলেন সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৬ ব্যবসায়ী
বরিশালে সম্মাননা পেলেন সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৬ ব্যবসায়ী

ভ্যাট সপ্তাহ উপলক্ষে রোববার সকালে অনুষ্ঠিত এক সভায় তাদের এ সম্মাননা প্রদান করা হয় -সমকাল
বরিশালে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ছয় ব্যবসায়ীকে সম্মাননা প্রদান করা হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে নগরীর একটি হোটেলের হলরুমে রোববার সকালে এক সভায় তাদের সম্মাননা প্রদান করা হয়।
জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।
বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল কর অঞ্চলের কমিশনার মোহাম্মদ মোস্তফা; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার তাসনিমুর রহমান এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু।
অনুষ্ঠানে খাতভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
মন্তব্য করুন