অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চার সদস্যের পদ বাতিল করা হয়েছে। 

তাদের আইনজীবী সনদ বাতিল করতে বার কাউন্সিলে চিঠি পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সদস্যপদ বাতিল হওয়া চার আইনজীবী হলেন, শামসুর রহমান, ফয়েজ আলী, জোবায়ের আহমদ আওরঙ্গজেব ও কার্তিক চন্দ্র দাশ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন সমকালকে বলেন, আইনজীবীর শপথ ভঙ্গ করে অনৈতিক কাজে জড়িত থাকায় চার জনের সদস্য পদ বাতিল করা হয়। আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেও অন্য চাকরির করায় শামসুর রহমান, অসদুপায়ে মক্কেলের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় ফয়েজ আলী, জাল সনদ দেওয়ার অভিযোগে কার্তিক চন্দ্র দাশ এবং মামলার নথি থেকে চেক চুরি ঘটনায় জোবায়ের আহমদ আওরঙ্গজেবের সদস্যপদ বাতিল করা হয়েছে। তাদের সনদ বাতিল করতে বার কাউন্সিলে চিঠি পাঠানো হবে।

প্রসঙ্গত, গত সোমবার রাত পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় জানুয়ারির প্রথম সপ্তাহে আরেকটি সাধারণ সভার আহবান করা হয়েছে। সেখানে জেলা প্রশাসকের সঙ্গে চলমান বিরোধ সর্ম্পকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন।