কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ আসামিকে জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- এজাহার নামীয় আসামি আলম মিয়া, আশিকুর রহমান রকি, মাসুম ও জিসান। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এলআইসি টিমের প্রধান এসআই পরিমল চন্দ্র দাস সাংবাদিকদের এসব তথ্য জানান।

জেলা ডিবি’র ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহা খুনের মামলার এজাহার নামীয় আসামি আলম মিয়া, আশিকুর রহমান রকি, মাসুম ও জিসানকে আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ওই চার আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। রিমান্ডে থাকাকালে তারা কাউন্সিলরসহ জোড়া খুনের বিষয়ে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বক্তব্য এবং পূর্বে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিদের বক্তব্যসমূহও যাচাই বাছাই করা হচ্ছে। ওই ৪ আসামিকে পুনরায় রিমান্ড বা জবানবন্দি রেকর্ডের জন্য শুক্রবার কোনো আবেদন করা হয়নি। পরে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে গত সোমবার থেকে ৫ দিনের রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, রিমান্ডে থাকাকালে ও আদালতে আসামিরা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২২ নভেম্বর বিকালে নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে মুখোশ পরিহিত সন্ত্রাসীরা। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় প্রধান আসামি শাহ আলম ২ ডিসেম্বর গভীর রাতে এবং এর আগে ৩০ নভেম্বর গভীর রাতে ৩ নম্বর আসামি সাব্বির হোসেন ও ৫ নম্বর আসামি সাজন পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।