- সারাদেশ
- দৌলতদিয়ায় ফেরি পেতে ঘাটে অপেক্ষা ২০-২৪ ঘণ্টা
দৌলতদিয়ায় ফেরি পেতে ঘাটে অপেক্ষা ২০-২৪ ঘণ্টা

ফেরিতে ওঠার অপেক্ষায় লম্বা লাইন। ছবি: সমকাল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। এতে করে ফেরির নাগাল পেতে ঘাট এলাকায় ২০-২৪ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পণ্যবাহী গাড়িগুলোকে। ফলে শীতে আটকে থাকা গাড়িচালক ও হেলপারকে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়ি ঢাকা-খুলনা মহাসড়কে অপেক্ষা করছে। দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পচনশীল পণ্যের গাড়ি দ্রুত ঘাট পার হওয়ায় সাধারণ পণ্যের গাড়ি লম্বা লাইনে পড়ে আছে। ফেরির জন্য অপেক্ষমাণ অধিকাংশ এসব গাড়ি সোমবার দুপুরে এসেছে। ১৭ থেকে ১৮ ঘণ্টা পার হলেও তারা এখনো ফেরির নাগাল পায়নি। ফেরিতে উঠতে আরও দু-তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে। এ ছাড়া ফেরিঘাটে আসা যাত্রীরা শীতের মধ্যে বিভিন্ন স্থানে জটলা হয়ে দাঁড়িয়ে আছে।
রাজবাড়ী থেকে আসা পণ্যবাহী এক ট্রাকচালক বলেন, নরসিংদীর উদ্দেশে রওনা করে সোমবার বেলা তিনটা থেকে ঘাট এলাকায় গাড়ির সিরিয়ালে আটকে আছেন। দুই কিলোমিটার পথ সামনে এগোতে তার সময় লেগেছে প্রায় ১৮ ঘণ্টা। তারপরও তাদের গাড়ি ঘাট থেকে আরও প্রায় দুই কিলোমিটার পেছনে আছে।
যশোর থেকে আসা ঢাকার মোহাম্মদপুরগামী আরেক ট্রাকচালক বলেন, 'সোমবার বিকেল থেকে লম্বা লাইনে অপেক্ষা করছি। কখন ফেরিতে উঠতে পারব বলতে পারছি না।'
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা রাজু আহম্মেদ গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে যান্ত্রিক ত্রুটিতে ইউটিলিটি (ছোট) ফেরি হাসনাহেনা বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানায় রয়েছে। বর্তমানে ছোট-বড় মিলে ১৫টি ফেরি চলছে। পচনশীল গাড়ি ও যাত্রীবাহী বাস সাধারণত তিন-চার ঘণ্টা পর ফেরিতে উঠছে। সাধারণ পণ্যবাহী বা অপচনশীল গাড়িগুলোকে প্রায় ২০ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
মন্তব্য করুন