ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ময়লার স্তূপের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের পায়ের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা পায়ের কাটা অংশটি কোনো পুরুষের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা কেন্দ্রের ৯৯৯ নম্বরের মাধ্যমে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ১০০ গজের মধ্যে সড়কের পাশে পায়ের কাটা অংশের খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে নতুন সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় পায়ের কাটা অংশ উদ্ধার করা হয়। এরপর পুলিশ আশপাশের বিভিন্ন স্থানে দুর্ঘটনার কোনো ঘটনা ঘটেছে কি না, তা খোঁজ নেয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, খুব বেশি ধারালো নয়, এমন কিছু দিয়ে ওই পা কাটা হয়েছে। এটি কোনো পুরুষের পা বলে মনে হচ্ছে। কাটা অংশটি ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।