- সারাদেশ
- দাউদকান্দিতে মাহফিলে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত
দাউদকান্দিতে মাহফিলে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ফুফুর বাড়িতে মাহফিলে গিয়ে ইফতেখার হাসান ইমন (১৮) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নারিকেলতলা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ইফতেখার হাসান ইমন একই ইউনিয়নের পিপিয়াকান্দি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে এবং বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
নিহতের চাচা ইব্রাহিম বলেন, ‘সোমবার নারিকেলতলা দারুননাজাত নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে ইমন তার ফুফুর বাড়িতে যায়। মাহফিলে ফুচকার দোকানের সামনে মালাখালা গ্রামের কিছু ছেলে ইমনের উপর হামলা করে। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইমনকে উদ্ধার করে গৌরীপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর সে মারা যায়।’
নিহতের বাবা আলাউদ্দিন মিয়া বলেন, ‘ইমন আমার একমাত্র ছেলে। কী জন্য আমার ছেলেকে হত্যা করেছে তা আমি জানি না। আমার ছেলের হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।’
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, মালাখালা গ্রামের জনৈক মাদকসেবীর সঙ্গে পিপিয়াকান্দি গ্রামের ছেলেদের ১৯ ডিসেম্বর ছোটখাটো ঝগড়া হয়। ওই ঘটনার রেশ ধরেই সোমবার রাতে হামলার ঘটনায় ইমন মারা যায়।
এ ঘটনায় সাব্বির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হত্যার সঠিক কারণ উদ্ঘাটন ও এলাকার পরিস্থিতি শান্ত রাখতে কাজ চলছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
মন্তব্য করুন