ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রের আয়োজনে ঘূর্ণিঝড় ‌'জাওয়াদ' এর প্রভাবে ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্যে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মসলা গবেষণা উপ-কেন্দ্রের হল রুমে এ বীজ বিতরণ করা হয়। 

এ দিন 'জাওয়াদ' এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজবাড়ি ও ফরিদপুর জেলার ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে বারি পেঁয়াজ-৪ ও বারি পেঁয়াজ-১ নামের উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন মসলা গবেষণা উপ-কেন্দ্র, ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র গাজিপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহান্ত।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদার করণ প্রকল্প এর প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্রনাথ মজুমদার, ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল হোসেন মিয়া, মসলা গবেষণা কেন্দ্র বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাজহারুল আনোয়ার। প্রশিক্ষণ ও সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।